আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর: করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আকাশীয়া এগ্রো ফিশারিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান শেখ জুবায়ের হাসান ।
সোমবার (১৩এপ্রিল) বিকালে তার নিজ এলাকা গোর্কণ ইউনিয়নের গোকর্ণ নতুনবাজার চত্বরে কর্মহীন দুইশত হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াঁজ, আলু, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য খাদ্যসামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেন। বিতরণ করার সময় প্রভাষক মো. শাহ জালাল, আওয়ামীলীগ নেতা আবেদ আলী, ভানু দেব, সৈয়দ আসিফ, সৈয়দ তুর্জয়, সৈয়দ রঞ্জুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় শেখ জুবায়ের হাসান বলেন, মাননীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম ভাইয়ের নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী এই পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে এগিয়ে আসবেন।