ইছাপুরা ইউনিয়ন পরিষদের আওতায় গরীব ও দুস্থ ১’শ পরিবারের মাঝে চাল বিতরণ

50

 

এস এম টিপু চৌধুরী, বিজয়নগর: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর নির্দেশনায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের আওতায় গরীব ও দুস্থ ১’শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

(৫ এপ্রিল) রবিবার ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক নিরাপদ দূরত্ব ও সরকারের নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্য সম্মত উপায়ে চাউলগুলো বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বকুলসহ প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

চেয়ারম্যান নাছিমা মুকাই আলী দেশের এ ক্রান্তিকালে সমাজের সকল বিত্তবানদের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর এবং যে যেমন পারেন পাড়া প্রতিবেশির প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন