এস এম টিপু চৌধুরী, বিজয়নগর: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর নির্দেশনায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের আওতায় গরীব ও দুস্থ ১’শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
(৫ এপ্রিল) রবিবার ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক নিরাপদ দূরত্ব ও সরকারের নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্য সম্মত উপায়ে চাউলগুলো বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বকুলসহ প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
চেয়ারম্যান নাছিমা মুকাই আলী দেশের এ ক্রান্তিকালে সমাজের সকল বিত্তবানদের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর এবং যে যেমন পারেন পাড়া প্রতিবেশির প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।