স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমণে জনসাধারণের সুবিধার্থে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা (বিসিডিএস) এমআরপি মূল্যে ঔষধ বিক্রি বন্ধে সকল ঔষধ দোকান মালিকদের নির্দেশ করেছেন। রবিবার (৫এপ্রিল) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জেলা ছাত্রলীগের আহবানে সভায় সংগঠনটি এ সিদ্ধান্ত জানিয়েছেন।
জানা যায়, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসাইন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন ঔষধ মালিক সমিতিকে এমআরপি মূল্যে ঔষধ বিক্রি বন্ধ করে জনসাধারণের জন্য কম মূল্যে বিক্রি করার আহবান করেন। সভায় উপস্থিত হয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বিষয়টি গুরুত্ব দেয়ার জন্য মালিক সমিতিকে অনুরোধ করলে বিসিডিএস কর্তৃপক্ষ সম্মত জানান।
এ বিষয়ে বিসিডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মো. আবু কাউছার বলেন, বিষয়টি খুবই মানবিক। আমরা মঙ্গলবার (৭এপ্রিল) থেকে সকল ঔষধ মালিকদের ঘোষণা দিয়েছি এমআরপি মূল্যে ঔষধ বিক্রি আপাতত বন্ধ থাকবে। যেহেতু সাড়া দেশেই এখন করোনা ভাইরাসের প্রভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকসহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাদের নেতা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার আমাদেরকে অনুরোধ জানিয়েছেন তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আদেশ চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপারইন্টেডেন্ট বাদল শিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশীদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বিসিডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মাহবুবুর রহমান, আজিজুর রহমান, বাবু শ্যামল কর ও শরীফুল হক মিশু প্রমূখ।