বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম তাজের ব্যক্তিগত উদ্যোগে সাত হাজার কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬এপ্রিল) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
উপজেলা পরিষদের সামনে থেকে নসিমনে করে এসব খাদ্যসামগ্রী ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়। খাদ্ সামগ্রীর গাড়ি গ্রামে পৌঁছার পর স্থানীয় নেতাকর্মীরা পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী কর্মহীন ও অস্বচ্ছলদের ঘরে ঘরে এসব সামগ্রী পৌঁছে দেন।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল ও সাবান। প্রত্যেক পরিবারকে মোট সাড়ে ১২ কেজি করে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।