নাসিরনগর উপজেলার দুই বাড়ি লকডাউন।। দুই ইউনিয়নের মানুষজনের চলাচলে নিষেধাজ্ঞা জারী

185
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর: করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মৃতের করোনা সন্দেহে নিজের বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারী করেছেন। পাশাপাশি পূর্বভাগ ও গোকর্ণ ইউনিয়নের মানুষজনের চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারী করেছেন। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পূর্বভাগ ও গোকর্ণ ইউনিয়নে মানুষজন অন্যকোন এলাকায় যেতে পারবে না এবং অন্য ইউনিয়ন বা এলাকার মানুষ দুই ইউনিয়নে প্রবেশ করতে পারবে না। এছাড়াও গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের নূরুল হকের বাড়ি এবং নাসিরনগর সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন