জনতার পাশে মানবসেবক এড. লোকমান হোসেন

136

 

স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষ ঘরবন্দীর কারণে কর্মহীন হয়ে পড়া কর্মজীবি মানুষের সাহায্যে যিনি সর্বদায় এগিয়ে আসেন তিনি হলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন। তিনি তার সাধ্যমত চেষ্টায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় ব্রত থাকেন। করোনা ভাইরাস মোকাবেলায় নিয়মিত মানুষের পাশে থেকে সমবেদনা, খাদ্যসামগ্রীসহ নানান উপকরণ নিয়ে উপস্থিৎ থাকেন।

তার সাথে কথা বলে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আহবানে ও আমাদের আস্থাশীল অভিভাবক জনবান্ধব রাজনীতিবিদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের অনুপ্রেরণায় সমাজসেবক শাহ মোহাম্মদ ইয়াসিন ও আমার ব্যক্তিগত উদ্যোগে বুধবার (০৮এপ্রিল) কাজীপাড়া আইডিয়াল হাই একাডেমি প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনশতো খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদুর রহমান জগলু ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক কাউন্সিলর আবুল কাশেম, সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ করিম, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ কাউসার, পঞ্চায়েত কমিটির সভাপতি কিতাব আলী সরদার, সমাজসেবক সানাউল্লাহ আনার, মো. শাহ আলম, বাদশা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন