স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন কর্মজীবিদের মাঝে দ্বিতীয় কিস্তির সরকারি চাল বিতরণ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. নাজমুল হক কর্মহীনদের মাঝে সরকারি চাল বিতরণ করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। প্রতি ওয়ার্ড থেকে ৩৩ জন করে খেটে খাওয়া মানুষকে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন। শুক্রবার (১০এপ্রিল) বিকাল ৩টায় ইউপি কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করা হয়। চাল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিৎ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিৎ ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকিব উদ্দিন, সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম, ইউপি সদস্য ফরিদ মেম্বারসহ সকল মেম্বারগণ।
চাল বিতরণের সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন বলেন, করোনাভাইরাস আজ বিশ্বকে আতঙ্কিত করে রেখেছে। এর মোকাবেলা করতে হলে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ অনুযায়ী থাকতে হবে। আমাদের সচেতনতা বাড়াতে হবে। হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাহলে ইনশা আল্লাহ্ আমরা এ থেকে একদিন মুক্তি পাবই।
বিতরণকালে সার্বিক সমন্বয় করেন নাটাই ইউপি সচিব লিটন চক্রবর্তী মান্না।