আশুগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

253

আশুগঞ্জ: আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া ও সামিয়া নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। দুই বোনের মধ্যে একজনের বয়স ১০ বছর ও অপরজনের বয়স ৮ বছর। শুক্রবার (১০এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোহাগপুর চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। তারা দুজন গ্রামের সাদির মিয়ার কন্যা।

স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাযের পূর্ব থেকে দুই বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে তাদের জামা ও চুল দেখতে পায়। পরে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে আশুগঞ্জ শহরের রেলগেইট এলাকার মেডিল্যাব হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত কালের দর্পণকে জানান, খবর পেয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছি। পরিবার থেকে অভিযোগ দিলে আমরা ইউডি মামলা নিব। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনিপদক্ষেপ গ্রহণ করা হবে।

মো. মনিরুলইসলাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন