ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

106

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু ঘটেছে।  শনিবার (১১এপ্রিল) সকাল ৭টায় শহরের কাউতলীতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মুনা বেগম (৩৫) মারা যান।

মৃত নারীর স্বামী মো. বশির ভূঁইয়া জানান, গত ৩১ মার্চ প্রচুর জ্বর নিয়ে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেয়। সে সময় তাকে ঢাকা রেফার করে কর্তব্যরত চিকিৎসক। সে ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলতে থাকে। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল।

খবর পেয়ে ডাক্তার সাখাওয়াত হোসেন একটি মেডিকেল টিম নিয়ে তার বাড়িতে গিয়ে করোনা রোগীকে যেভাবে সৎকার করে সেভাবেই দাফন করার ব্যবস্থা করেন।

জেলার সিভিল সার্জন করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যুর কথা স্বীকার করে জানান, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে এটা করোনা ভাইরাস আক্রান্ত কী না। করোনা রোগীকে যেভাবে দাফন কাফন করা হয় তাকে সেভাবেই দাফন করা হবে বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন