আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া। তিনি আজ রবিবার সকালে নাসিরনগর সদরের নিজ বাসভবনে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন হতদরিদ্রদের মাঝে চাল, তেল, ডাল, পেয়াঁজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে তুলে দেন। বিতরণ করার সময় নাসিরনগর সদর ইউপি‘র সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, আলামীন চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ্ব মো. নাজির মিয়া বলেন,করোনা মোকাবেলায় অসহায় মানুষের পাশে থেকে ব্যক্তিগতভাবে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যতদিন এই দূর্যোগ থাকবে ততদিনই আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাই আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে এগিয়ে আসবেন।