আখাউড়া: আখাউড়া উপজেলায় কোয়ারেন্টাইন ও লকডাউন অমান্য করার কারণে বিভিন্ন দোকনমালিকদের জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪এপ্রিল) কোয়ারেন্টাইনের নিয়ম অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দুইজন দোকানদারকে ১০০০/- টাকা করে মোট ২,০০০/- টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল আহমেদ নিজামীর উপস্থিতিতে এ জরিমানা করা হয়।
মোগড়া বাজার এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার এলাকার ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জরুরী প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে না যাওয়ার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।