স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪এপ্রিল) দুপুর ১২টার সময় নববর্ষ উপলক্ষে সুলতানপুর ইউনিয়নের শিশুদের খাদ্যসহ ও ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে ব্র্রাহ্মণবাড়িয়া হোম কোয়ারেন্টাইনের পাশাপাশি লকডাউন করা হয়েছে। যার ফলে কর্মজীবিরা কর্মক্ষেত্রে যেতে পারছেনা এবঙ তাদের আয় রোজগার বন্ধ রয়েছে। কর্মহীন কর্মজীবিদের জীবিকা নির্বাহের জন্য নববর্ষের প্রথম দিনে শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার শিশুর মায়ের কাছে পৌঁছাতে পেরে আমরা আনন্দিত, ভালো থেকো বাংলাদেশ। ঘরে থেকো বাংলাদেশের মানুষ।
এই সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, সুলতানপুর ইউপি চেয়ারম্যান শেখ ওমর ফারুক ও ইউপি সদস্যগণ।