আকতার হোসেন, নাসিরনগর: করোনা ভাইরাসের কারণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ধরমণ্ডল গ্রামের কৃতিসন্তান সৌদি প্রবাসী মো. তাজুল ইসলাম হৃদয়ের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১৫এপ্রিল) সকালে তার নিজ এলাকা ধরমণ্ডল গ্রামে নিজ বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন অসহায় চারশতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াঁজ,লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বিতরণের সময় ধরমণ্ডল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, ধরমণ্ডল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল কাদির, মঞ্জু মিয়া সালমান, এমরান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রবাসীর ভাই মঞ্জু মিয়া সালমান বলেন, আমার প্রবাসী ভাইয়ের ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে এগিয়ে আসবেন।