স্টাফ রিপোর্টার: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন শোকবার্তা জানিয়েছেন।
গত বুধবার (১৫এপ্রিল) সকাল ৭:৩০মিনিটে ডা. মো. মঈন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিবৃতিতে জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান বলেন, ডা. মো. মঈন উদ্দিন তাঁর চাকরি জীবনে একজন দক্ষ, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ন ডাক্তার হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট জাতির এই ক্রান্তিকালে সাহসী ও নিবেদিতপ্রাণ চিকিৎসক ডা. মো. মঈন উদ্দিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন।
ডা. মো. মঈন উদ্দিন এর অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা গভীর শোক প্রকাশ করেন এবং ডা. মো. মঈন উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।