সদর যুবলীগ সম্পাদক জসিম রানা নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

204

সদর : করোনা মোকাবেলা এখন সমগ্র বিশ্ব এক কোণে বন্দী রয়েছে। ঘর থেকে বের হতে পারছে না। কোন কাজ কর্মে যোগ দিতে পারছে না। আহার সংগ্রহ করতে পারছে না। ফলে মানুষ দিন দিন খাদ্যহীনতায় ভুগছে। সমাজের বিত্রবানরাই এখন কর্মহীন কর্মজীবিদের শেষ ভরসা। বিত্রবানরাই এখন গরীবের নিত্য সঙ্গী। শিল্পপতি, সমাজপতি, রাজনীতিক, আমলারাও এখন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৭িএপ্রিল) সদর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রানা তার নিজ উদ্যোগে অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন।

জসিম রানা জানান, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের মহানায়ক, ব্রাহ্মণবাড়িয়ার গরীব ও দুঃখি মানুষের আপনজন। আমাদের প্রিয় নেতা ,আমার প্রিয় অভিভাবক জননেতা, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি) মহোদয় এর নির্দেশে এবং প্রিয় নেতার পক্ষ থেকে আমার নিজের সাধ্য, সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র প্রয়াস নিয়ে ২০০ শত অসহায় কর্মহীন গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন, করোনাভাইরাসে প্রভাবে দেশে লকডাউন চলছে, মানুষ কর্মহীন হয়ে পেড়েছে। এ মুহুর্তে আমাদের সমাজের বিত্তবান যারা এগিয়ে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অন্যরাও যেন এগিয়ে আসে। আমাদের এ মুহুর্তে করোনা মোকাবেলা করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ঘরে থাকা। ঘরে থাকলে করোনা মোকাবেলা করা সম্ভব। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন