নাসিরনগরে করোনায় প্রবাসীর মৃত্যুর পর স্ত্রী,মেয়ে ও দুই ভাই আক্রান্ত ॥ ২২ ব্যক্তির নমুনা সংগ্রহ

121

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর পরিবারে আরো চারজন করোনায় আক্রান্ত হলেন। আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট(আইইডিসিআর)থেকে পাঠানো রির্পোটে ওই প্রবাসীর আরেক ছোট ভাইয়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। গত ১৪ ও ১৬ এপ্রিল প্রবাসীর স্ত্রী‘একমাত্র কন্যা ও ছোট ভাই করোনা আক্রান্ত ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে তার পরিবারে পাচঁজন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই প্রবাসীর স্ত্রী‘ একমাত্র কন্যা ও দুই ছোট ভাই করোনা আক্রান্ত ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে আজ শুক্রবার জেঠাগ্রামে মৃত প্রবাসীর শ্বশুর বাড়ির লোকজনসহ আশেপাশের করোনা সন্দেহে ২২ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় মৃত প্রবাসীসহ একই পরিবারে পাচঁজন করোনায় আক্রান্তের কথা স্বীকার করে জানান করোনার মারা যাওয়ার ব্যক্তির শ্বশুর বাড়ির লোকজনসহ আশেপাশের ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে মৃত প্রবাসীর স্ত্রী‘ একমাত্র কন্যা ও দুই ছোট ভাইকে ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন