প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ৩২.২১ মেট্রিক টন খাদ্য সহায়তা

106

স্টাফ রিপোর্টার: করোনা মোকাবেলায় মানুষ এখন ঘর বন্দী জীবদ্দশায় দিনযাপন করছে। ফলে খেটে খাওয়া ‍মানুষরা এখন আর কর্মমুখী হতে পারছে না। তাদের একন দিনাতিপাতে জরাজীর্ণ হয়ে পড়েছে।

এমতাবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ৩২.২১ মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত শনিবার (১৯এপ্রিল) করোনায় ক্ষতিগ্রস্ত ৩২২১ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এসব পরিবারের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরে ৫০টি, কসবায় ২০টি, আশুগঞ্জে ২৮০টি, নবীনগরে ১২০১টি, বিজয়নগরে ২৫টি, সরাইলে নয়টি, নাসিরনগরে ১৮টি, আখাউড়ায় ৫১০টি ও বাঞ্ছারামপুর উপজেলায় ১২০৮টি পরিবার রয়েছে বলে জানা গেছ।

এদিকে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল দিনভর জেলা সদরসহ নয়টি উপজেলায় সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে ব‍্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫২ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন