এস এম টিপু চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্রমজীবি কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
(১৯ এপ্রিল) রবিবার সকাল ১১ টায় উপজেলার হরষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নাছিমা মুকাই আলী’র স্বামী কর্তৃক প্রতিষ্ঠিত “লুৎফর রহমান ফাউন্ডেশন” এর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান ( মুকাই আলী) জানান, লুৎফর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার শ্রমজীবি কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এসময় তিনি সকলের প্রতি অনুরোধ রেখে বলেন, আপনারা সবাই ঘরে থাকবেন। সচেতনতা অবলম্বন করবেন। অযথা কেউ ঘরের বাহিরে যাবেন না। সরকারের সকল নিয়ম কানুনগুলো মেনে চলবেন। আল্লাহর কাছে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি প্রার্থনা করবেন। ইনশাল্লাহ, আল্লাহ সকলের সহায় হবেন। তিনি সকল বিত্তবান মানুষদেরকে দেশের এই ক্রান্তিলগ্নে শ্রমজীবি কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।