নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন স্থানীয় সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ নাসিরনগরে কর্মহীন ও অসহায় আড়াই‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।
নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে ছিলো চাল, আটা, ডাল, তেল, পেয়াঁজ, আলু ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী।
এসময় উপজেলা চেয়ারম্যান ডাক্তার রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান, তদন্ত পরিদর্শক কবির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে ফরহাদ হোসেন এমপি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় নাসিরনগরবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। এজন্য তিনি সবাইকে ঘরে থেকে গণজমায়েত এড়িয়ে চলার আহ্বান জানান। সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি ।