আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর: নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী উপজেলার কোথাও কোন হোটেল- রেস্তোঁরা বা ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রি না করতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও এই নির্দেশ দেন।
এতে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন হোটেল- রেস্তোঁরা বা ফুটপাতে কোন ধরনের তৈরিকৃত ইফতার সামগ্রী বিক্রি করা যাবে না। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও বাজার দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে বলেও তিনি জানিয়েছেন। অযথা ঘোরাঘুরি না করে ঘরে থাকুন, সুস্থ থাকুন নাসিরনগরবাসীকে এই আহবান জানিয়েছেন।