আশুগঞ্জে সাড়ে ৪২কেজি গাঁজা ও দুইজন পাচারকারীসহ একটি পিকআপ ভ্যান আটক

99
আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাড়ে ৪২কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করেছে র‍্যাব।
শনিবার (২৫এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর থেকে এগুলো আটক করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে

আটকরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চর চতিলার মো. শাহ আলমের ছেলে মো. আরিফ হোসেন (২৮) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার লাল মিয়ার ছেলে মো. নূর আলম (২০)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে অভিযানে মাদকসহ পিকআপ ও দুইজনকে আটক করা হয়। আটককৃত পিকআপটিসহ দুইজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন