বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়া উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন চেয়রাম্যান মনিরুল ইসলাম ভুইয়ার নিজ উদ্যোগে এলাকার অসহায় মানুষদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিজয়নগর উপজেলার ৭নং সিংগারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ভূইয়ার নিজ উদ্যোগে ইউনিয়নের ৩৫০টি অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ইফতার ও খাদ্যসামগ্রীর মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, বুট, মুড়ি, তেল, বিস্কুট ইত্যাদি। পাশাপাশি সরকারি বিনামূল্যের চাল বিতরণসহ সরকারি নানা ত্রাণসামগ্রী ইউনিয়নে অসহায় পরিবারে বিতরণ করছেন।
সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম জানান, করোনা মোকাবেলায় আমরা আজ অসহায় হয়ে পড়েছি। এমতাবস্থায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আমার নিজস্ব অর্থায়নে এাণ দিয়ে যাচ্ছি এবং সরকারি সহযোগিতায় সকল কার্যক্রম অব্যাহত রেখেছি।