নাটাই গ্রামে নকল পণ্য তৈরির কারখানা সিলগালা , ৫ লক্ষ টাকা জরিমানা

293

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই গ্রামে নকল পণ্য তৈরির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় কারখানাটি সিলগালা করে মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। কারখানার ৩টি গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল মাল্টার জুস, সয়াবিন তেল, চাপাতাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, বি এস টি আই এর অনুমোদন ব্যতীত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে সফট ড্রিংকস পাঊডার, প্রতিষ্ঠিত কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে চা পাতা এবং সয়াবিন তৈল তৈরি ও বাজারজাতকরণের অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলাধীন নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে একটি কারখানা বন্ধ করা হয় এবং কারখানাসহ তিনটি গুদাম সিলগালা করে দেয়া হয়। একই সাথে কারখানা মালিক জনাব মো. শাহিনুর(২৮) কে ৫০০০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয় যা তাৎক্ষণিক ডিসিআর মূলে আদায় করা হয়।

এ সময় সদর মডেল থানার এস আই জনাব মো. অহিদসহ তার টিম এবং ব্যাটেলিয়িন আনসার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা সাহাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন