বিজয়নগর: করোনাভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন গৃহবন্দী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন উপজেলা ভাইসচেয়ারম্যান সাবিত্রী রানী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় করোনাভাইরাসের কারণে আক্রান্ত শ্রমজীবী হতদরিদ্র দিনমজুর ২০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরে সভাপতি মৃণাল চৌধুরী লিটন। এাণ বিতরণকালে তারা বলেন সরকার অনাহারে কাউকে থাকতে দেবে না বর্তমান সরকার গরীব মানুষের সরকার সকলে সাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।