মধ্যপাড়া নবতরুণ ক্লাবের উদ্যোগে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

86

ব্রাহ্মণবাড়িয়া: প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস সংক্রমণ আতংকের কারণে বর্তমান সময়ে কর্মহীন হয়ে পড়া কর্মজীবি মানুষের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া মহল্লার নবতরুণ ক্লাবের যুব সমাজ। তাদের নিজস্ব অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ০৫ নং ওয়ার্ডে অসহায়ত্বকে কিছুটা লাগব করতে এ উদ্যোগ নেয়া হয়েছ।

শনিরাব ০২ মে বিকাল ০৪ টায় মধ্যপাড়া বর্ডার বাজার বাদ্রার্স ইউনিয়ন ক্লাব চত্ত্বরে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, জেলা বি এম এ এর সভাপতি ডা. আবু সাঈদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক চৌধুরী, জেলা যুব লীগের যুগ্ম সম্পাদক মনিরুল হোসেন রুবেল, যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন, এহতেশাম চৌধুরী জনি, এড. এ এইচ শুয়েব, গৌতম পাল, কে এম নাসিম আহমেদ, রুবেল মিয়া, অশেষ রায়, নিতাই দেবনাথ, বিপ্লব মিয়া, শাকিল মিয়া, নাসির মিয়া , ফরহাদ মিয়া , শাহিন শাহ প্রমুখ।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, পৃথিবীর ইতিহাসে নূহ নবী (আ.) এর মহামারির পরের অবস্থান আজকের এই করোনাভাইরাস আতঙ্ক। এমন মহামারী থেকে পরিত্রাণের একটাই উপায় তা হলো ঘরে থাকা। মধ্যপাড়া মহল্লার নবতরুণ ক্লাবের যুব সমাজ খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি সংগঠনের যুব সমাজের এমন ভাল কাজের সাথে সম্পৃক্ত থাকবেন এমনটাই আশ্বাস দিয়েছেন।

ইফতার সামগ্রী বিতরণকালে মধ্যপাড়া যুব সমাজের পক্ষ থেকে এহতেশাম চৌধুরী জনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ রোধে সরকারের নিষেধাজ্ঞায় দেশব্যাপী লকডাউন চলছে। যার ফলে খেটে খাওয়া মানুষগুলোর সকল প্রকার আয়ের উৎস বন্ধ। বর্তমান পরিস্থিতিতে এই খেটে খাওয়া মানুষগুলো চরম দুঃসময়ে দিনাতিপাত করছে। তাদের এ অসহায়ত্ব কে কিছুটা লাঘব করতে আমরা যুব সমাজ এই ক্ষুদ্র উদ্যোগটি গ্রহণ করেছি।

এ সময় তাদের এ কার্যক্রম আরও কিছুদিন চলবে বলেও জানান। তাদের এ কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে এহতেশাম চৌধুরী জনি বলেন, আমাদের বন্ধু মহলের এ উদ্যোগে আজ যারা সার্বিক সহযোগিতা করেছেন ভবিষ্যতেও আপনাদের এ সহযোগিতা অব্যাহত রাখবেন এই আশা ব্যক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন