আরও একবার জন্ম হলে তুমি জানবে জীবনের মানে কী।
তুমি যে ভুল পথে পাড়ি দিয়েছো পুরো একটা জীবন
জানবে না সে কথা জন্মান্তর ছাড়া;
জানবে না যে পথ হেঁটে এসেছো সে তোমার ছিল না
জানবে না পথ রচনা না করে তোমার পথ হাঁটা ছিল অর্থহীন
পাঠশালার পাঠের মতো তুমি উল্টে গেছো কেবল সময়ের পাতা
ডিঙিয়ে গেছো কতগুলো মৃত্যুমুখী সিড়ি
আর তাতেই ভেবেছো উঠে গেছো শেকড় থেকে শিখরে;
আসলে দ্বিতীয় জনমে জানবে তুমি
ভেসেছিলে শূন্যের মাজার, ভাসমান নৌকার মতো
যে শূন্যের ডানে আর বাঁয়ে, সামনে আর পেছনে
উর্ধ্বে কিংবা অধ্বে নেই কোনো অঙ্ক
প্রথম জনমে কোনো অঙ্ক থাকে না, প্রাগৈতিহাসিক জীবনের মতো
যাপনের ভুলগুলো কেবল দ্বিতীয় জন্মেই কেউ পাঠ করতে পারে।