প্রকাশিত সংবাদের প্রতিবাদ

123

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে ত্রাণের জন্য বিক্ষোভ করেছে” মর্মে সংবাদটির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে সরকারি নীতিমালা অনুসরণ করে ত্রাণভোগীদের তালিকা প্রণয়ন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হয়। বিষয়গুলো আমাদের নজরে আসা মাত্র নীতিমালা অনুযায়ী সংশোধনের ব্যবস্থা নেয়া হয়। তেমনি করে ৬ জন দরিদ্র জনগোষ্ঠীর মোবাইল নাম্বার ত্রুটিপূর্ণ হওয়ায় যাচাই সম্পন্ন করা সম্ভব হয় নাই। বিধায় তাদের নাম তালিখা থেকে বাদ পড়ে যায়।

বর্তমানে তাদের নাম যাচাই করা হয়েছে এবং ভূক্তভোগীদেরকে তাৎক্ষণিকভাবে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। ভবিষ্যতেও তাদেরকে সরকারি ত্রাণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দেয়া হবে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

মো. নাজমুল হক
চেয়ারাম্যান
৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন