নাসিরনগরে নতুন করে করোনায় আক্রান্ত একজন সরকারি কর্মকর্তা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা || ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১ম শ্রেণীর এক সরকারি কর্মকর্তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ওই কর্মকর্তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই কর্মকর্তাকে নাসিরনগর নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।