নাসিরনগরে ৪ পুলিশসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

81

নাসিরনগরে ৪ পুলিশসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ পুলিশসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন- নাসিরনগর থানা পুলিশের এক এসআইসহ ৩ কনস্টেবল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ ও ঔষধ কোম্পানির এক রিপ্রেজেন্টিটিভ।
ডা. অভিজিৎ রায় জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ওই ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান থানা পুলিশের এক এসআই ও ৩ কনস্টেবল করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে উপজেলার প্রথম শ্রেণির এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন