নাসিরনগরে ৪ পুলিশসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ পুলিশসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন- নাসিরনগর থানা পুলিশের এক এসআইসহ ৩ কনস্টেবল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ ও ঔষধ কোম্পানির এক রিপ্রেজেন্টিটিভ।
ডা. অভিজিৎ রায় জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ওই ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান থানা পুলিশের এক এসআই ও ৩ কনস্টেবল করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে উপজেলার প্রথম শ্রেণির এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।