তিতাস নামের সংগঠন ও মানবসেবা

369

তিতাস নামের সংগঠন ও মানবসেবা

শেখ সিরাজুল ইসলাম।। শাহবাজপুর গ্রামের সন্তান রোটারিয়ান জহিরুল হক। পেশায় ট্রাভেলস ব্যবসায়ী। মনে সেবার নেশা। জাগ্রত মানবিকতাবোধ তাকে অনুপ্রানিত করে সাংগঠনিকভাবে মানুষের পাশে থাকার। ২৯.৪.২০০৭ সালে প্রতিষ্ঠা করেন তিতাস স্বেচ্ছাসেবী সংগঠন। ঢাকার উত্তরা এলাকা হতে নিবন্ধনকৃত নম্বর ঢ-০৮০৫৯। এ সংগঠনের মাধ্যমে উত্তরা ও নিজ এলাকার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, দরিদ্র শ্রমজীবি মানুষের অার্থিক সহায়তাপ্রদান সহ নানাবিধ মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। সম্প্রতি করোনাকালে নিজ এলাকা শাহবাজপুরেও সাধ্যমত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ২২ মে আমিনপাড়া বর্ণমালা কিন্ডার গার্টেন প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে এভিয়েশনক্লাব অব বাংলাদেশ এর সভাপতি ও আটাবের সহসভাপতি জুম্মান চৌধুরী,সাবেক ইউপি সদস্য আঃ সাত্তার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহআলম ও আব্দুল মোবারক মিয়ার উপস্থিতিতে শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন। গত ১৪ এপ্রিল নিজের ফেইসবুক থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক জহিরুল হক তার পাড়া-প্রতিবেশীদের প্রতি বীরোচিত একটি মানবিক সহায়তার আহবান জানান,যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সত্যিই আশাজাগানিয়া ও মানবতার সেবায় এগিয়ে আসার জন্য শক্তিশালী অনুপ্রেরনাদায়ক। জহিরুল হক জানান সাধ্যের সীমাবদ্ধতায় ব্যপকভাবে সম্ভব না হলেও সাধ্যমতে মানুষের সেবার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি,আগামীদিনেও অব্যহত থাকবে। তিনি আরো বলেন সংগঠনের সভাপতি জনাব মোঃ মোমেন ও অন্যান্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সেবার পরিধি আরো বিস্তৃত হবে সামনের দিনে। সংগঠনটির কর্মকান্ড সম্পর্কে সরাইল উপজেলা যুবলীগের সহ সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শাহ মোঃ কাইয়ুম বলেন-সংগঠনটি ঢাকার উত্তরা ও শাহবাজপুরে সেবামূলক কর্মযজ্ঞ চালিয়ে আসছে যা প্রশংসনীয়। তিতাস সংগঠনের কর্তৃপক্ষ নিজ এলাকায় আরো সেবার পরিসর বৃদ্ধি করবে এবং মানবতার সেবার মাধ্যমে সুদীর্ঘকাল টিকে থাকবে তিতাস স্বেচ্ছাসেবী সংগঠন -এমন প্রত্যাশা সচেতন মহলের। পরিশেষে অশেষ ধন্যবাদ তিতাস ও এর সাথে জড়িত সকল সদস্যের প্রতি।।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন