ধর্ষণের অভিযোগ ব‌রিশা‌ল মহানগর ছাত্রলীগ সভাপ‌তির বিরু‌দ্ধে

28

ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি জসীম উদ্দিনের বিরু‌দ্ধে ধর্ষণের অভিযোগ ক‌রে‌ছেন এক তরুণী।

গতকাল সোমবার (১৯ এপ্রিল) রা‌তে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এয়ার‌পোর্ট থানায় অভিযোগ দা‌য়ের এবং মামলা আবেদন ক‌রেন ওই তরুণী।

মামলার অভিযোগে ২৫ বছর বয়সী ওই তরুণী উল্লেখ ক‌রেন, ২০১৯ সা‌লের ১০ সে‌প্টেম্বর বি‌য়ের আশ্বাস দে‌খি‌য়ে ছাত্রলীগ সভাপ‌তি জসীম জোড় ক‌রে নগরীর ২৯নং ওয়ার্ডস্থ তরুণীর বাসায় ঢু‌কে জোড় ক‌রে ধর্ষণ ক‌রে। এতে তিনি গর্ভবতী হ‌য়ে পড়লে জসীম তা‌কে গর্ভপা‌তের ওষুধ খাওয়া‌তে থাকে। একপর্যা‌য়ে ব‌রিশাল জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গর্ভপাত করায়।

এরপর জসীম ঢাকায় হো‌টে‌লে, ওই তরুণীর বাসা এবং নগ‌রীর চাংপাই রেস্টু‌রে‌ন্টে নি‌য়ে একা‌ধিকবার ধর্ষণ ক‌রেন ওই তরুণী‌কে। এরপর বিবা‌হের জন্য চাপ দি‌তে থাক‌লে সর্বশেষ চল‌তি বছ‌রের ৫ মার্চ রাত সা‌ড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গি‌য়ে দুই দিনের ম‌ধ্যে বি‌য়ের কথা ব‌লে ধর্ষণ ক‌রেন।

দুদিন অতিবা‌হিত হওয়ার পর পুনরায় বি‌য়ের জন‌্য চাপ দেয়া হ‌লে জসীম ওই তরুণী‌কে জানায় তিনি বি‌য়ে ক‌রে‌ছেন এবং তাকে বি‌য়ে করা সম্ভব না। এরপর ওই তরুণী মান‌সিকভা‌বে ভে‌ঙে প‌রে থানায় অভিযোগ এবং মামলার আবেদন করেন।

ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ওসি কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, অভিযোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে। এর সত্যতা যাচাইয়ের পর মামলা গ্রহ‌ণের সিদ্ধান্ত নেয়া হ‌বে।

এই বিষ‌য়ে জান‌তে ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি জসীম উদ্দিনকে কল করা হ‌লেও তার ফোন‌টি বন্ধ পাওয়া যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন