পরিবেশ আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট করার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের পূর্ব পাইকপাড়া রামঠাকুর মন্দির এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা শহরের কাজীপাড়া এলাকার মো. বশির চৌধুরির ছেলে পুকুর মালিক মো. শিহাব চৌধুরীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই পুকুরের মালিক পৃর্ব পাইকপাড়া এলাকার আব্দুল মজিদের আমিরুল ইসলাম ও একই এলাকার ননী গোপাল পালের ছেলে শেখর পালকেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, জেলা শহরের প্রাণকেন্দ্র পূর্বপাইকপাড়া রামঠাকুর মন্দিরের পুকুরটি কতিপয় ব্যক্তি অবৈধভাবে দখল করছেন। মাটি ভরাট করে তারা অবৈধভাবে দখল কার্যক্রম পরিচালনা করছেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করার দায়ে একজনকে ৬ মাস ও ২ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পুকুর ভরাটের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী জানান, পুকুর ভরাটের অপরাধে তাদের বিরদ্ধে পরিবেশ অধিদফতর আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তাদেরক আইন অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহামেদ রাসেল, সদর পঙ্কজ বড়ুয়া, সদর সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ প্রমুখ।