আখাউড়া প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ও রপতানিমুখী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে ৯ জুন পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বন্ধরে এ সময়ে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পবত্রি ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ৯ জুন পর্যন্ত পণ্য আমদানি-রপতানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। আগামী ১০ জুন থেকে আবারও আমদানি-রপতানি শুরু হবে।