মেয়ের বিয়েতে দাওয়াত দিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করলো প্রধান শিক্ষক

179

নিউজ ডেস্ক: নেত্রকোনায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই প্রধান শিক্ষকের মেয়ের বিয়ের দাওয়াতে গিয়ে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার ওই ছাত্রী বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করে। অভিযুক্তের নাম আইন উদ্দিন। তিনি বারহাট্টার একটি স্কুলের প্রধান শিক্ষক

জানা যায়, গত ৯ জুন আইন উদ্দিন তার মেয়ের বিয়ে উপলক্ষে ওই ছাত্রী ও তার কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। মেয়েরা তাঁর বাড়িতে যায়। সেদিনই ধর্ষণের ঘটনা ঘটে। ওই ছাত্রী বিষয়টি লজ্জা এবং ভয়ে তাৎক্ষণিকভাবে কাউকে না বললেও টের পেয়ে যায় তার বাবা ও মা।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন