ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

230

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে জেলা সদরের হালদারপাড়াস্থ লুৎফর রহমান টাওয়ারে এ হামলার ঘটনা ঘটে। এ টাওয়ারেই নাছিমা মুকাই আলী থাকেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর ভূইয়ার লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নাছিমা মুকাই আলী।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে বেশ কয়েকজন যুবক লুৎফর টাওয়ারে হামলা চালান। এ সময় তারা বেশ কয়েটি গাড়ি ভাঙচুর করে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

নাছিমা মুকাই আলী অভিযোগ করে বলেন, তানভীর ভূইয়ার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার গাড়ি ভাঙচুর করেছে। আমার ঘরে হামলা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছে। আশপাশের লোকজন সবকিছু ভিডিও করে রেখেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে সেটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন