মিজানুর রহমান (নবীনগর) : আজ ২৮ জুলাই রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নদীভাঙন কবলিত বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্নেল (অব.) জাহিদ ফারুক। তিনি একাধিক পথসভায় প্রচণ্ড রোদের মধ্যে স্কুল শিক্ষার্থীদেরকে ঘর্মাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে বলেন, রাজনৈতিক জনসভায় স্কুল, কলেজের কোমলমতি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা যাবে না।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হলো যে সব এলাকায় নদী ভাঙন রয়েছে সেসব এলাকায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করে দেশব্যাপী নদী ভাঙন রোধ করতে হবে।
নবীনগর উপজেলার মেঘনা নদীর ভয়াবহ ভাঙন কবলিত কেদারখোলা নজর দৌলত, বাইশ মৌজা, চরলাপাং, সাহেবনগর, মানিকনগনরসহ বেশ কয়েকটি এলাকা আজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নবীনগর উন্নয়নের রূপকার, অগ্রদূত, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. এবাদুল করিম বুলবুল এমপি মহোদয়, নবীনগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ হালিম, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক,
জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন(নসু), নবীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তারসহ উপজেলা নাগরিকবৃন্দ।