এস এম জহিরুল আলম চৌধুরী(টিপু),বিজয়নগর : গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন’- এ স্লোগানে ছেলেধরা গুজব রোধে এবং গণপিটুনির বিরুদ্ধে পুলিশ গণসচেতনতায় সৃষ্টির লক্ষ্যে বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে বিজয়নগর থানার পুলিশ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গুজবে কান দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। ছেলেধরা গুজবে কান না দিতে জনসাধারণের প্রতি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। থানার পুলিশের টিম উপজেলার বিভিন্ন হাট বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং পাড়া মহল্লায় এ প্রচার অভিযান পরিচালনা করে যাচ্ছেন এবং জনসচেতনতার জন্য লিফলেট বিতরণসহ মাইকিং দিয়ে সকর্তার বার্তা প্রচার প্রচারণা করছেন। বিভিন্ন স্থানে গুজব বিরোধী লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানও করছেন পুলিশ। এদিকে ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’- এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। এতে কোন সন্দেহ নাই। তাই কোন এলাকায় যদি ছেলেধরা কাউকে সন্দেহ হয়। তাৎক্ষনিক ভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য বলা হচ্ছে বা দ্রুত আইনি সহায়তা পেতে ফ্রি’তে ৯৯৯ এ কল করতে অনুরোধ করা হচ্ছে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, উপজেলার সার্বিক আইন শৃংখলা শান্তি সুষ্ঠু রয়েছে। বিজয়নগর থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছেন। সম্প্রতিকালে গুজব সংক্রান্ত বিষয়ে পুলিশ খুবই সজাগ রয়েছে এবং উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতার লক্ষ্যে গুজব বিরোধী প্রচার প্রচারণার কর্মকাণ্ড পুলিশ চালিয়ে যাচ্ছেন।