কবি বশির আহমেদ এর কবিতা:- অনিয়ম- নিয়ম

438

অনিয়ম-নিয়ম
বশির আহমেদ

আমি মানিনা কোন নিয়ম
মানিনা কোন আইন
অনিয়ম যেখানে নিয়ম,
অনিয়মের বেড়জালে
নিয়ম যখন বন্দি
আমি কার সাথে করি সন্ধি?

আমি পাই না কোন উপায়
তাই করিনা কভু ভয়
হায়েনার রোষানলে
অস্তিত্ব যে মোর স্বংশয়।

আমার আছে তবু লজ্জা
তাই পাই শুধু লাজ
চারদিক যখন করে গ্রাস
নির্লজ্জদের সাজ।

আমি ধর্ষিত হবো
এক’বার দু’বার বার বার
তবুও ফিরবো হাজার বার
উন্মোচন করতে মুখোশধারীর সাজ।

আমার নেই চোখে পানি
তাই করিনা চিৎকার
শুকিয়ে পানি হয়েছে মরু
জাতিকে জানাই ধিক্কার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন