বিজয়নগরে সাজা প্রাপ্ত আসামি সহ পাঁচজন আটক

155

এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে দুই সাজা প্রাপ্ত আসামিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুইজন সাজা প্রাপ্ত তারা হলেন উপজেলার সাতবর্গ এলাকার মিলন রায়ের ছেলে মিতেষ রায় ও শ্রীপুর গ্রামের আরব ভূঁইয়ার ছেলে বশির আহমেদ। অপর দিকে একই দিনে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী আরো তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ইসলামপুর গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে রেনু মিয়া, লক্ষীমুড়া এলাকার আব্দুল সালামের ছেলে আক্তার হোসেন, মেরাশানী গ্রামের লিটন খা ছেলে জুয়েল মিয়া। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। পরে আটককৃতদেরকে সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন