আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় থানা এলাকার এক বাসা থেকে জিয়াসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ আগস্ট) আখাউড়া থানা এলাকার মনিয়ন্দ ইউপির বড় গাঙ্গাইল গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ জিয়াসমিন আক্তার বড় গাঙ্গাইল গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনো মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।