বিজয়নগরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবিএম মুর্শেদ, সম্পাদক মো. আবু হানিফ

165

এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু): বিজয়নগর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) এর ত্রি- বার্ষিক সম্মেলন- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন বিজয়নগর শাখা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজান এর সঞ্চলনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শামছুদ্দিন মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী সাথী, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সৈয়দা নাখলু আক্তার, জেলা কমিটির সভাপতি গোফরান মোস্তফা খান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমুখ।

পরে দুপুরে এক কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। নবাগত কমিটির সভাপতি এবিএম মুর্শেদ কামাল খান, সাধারণ সম্পাদক মো: আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল ইসলাম’কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন