আগামী শুক্রবার প্রবর্তক আবৃত্তি সংসদের আবৃত্তি কর্মশালার উদ্বোধনী ক্লাস

176

স্টাফ রিপোর্টার : আগামী শুক্রবার প্রবর্তক আবৃত্তি সংসদের আবৃত্তি কর্মশালার ২য় আবর্তনের ক্লাস উদ্বোধন হবে। উদ্বোধনী ক্লাস সকাল ৯টায় পুরাতন কাচারী ভবনের আমরা বন্ধু সংগঠনের কক্ষে অনুষ্ঠিত হবে। আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণেচ্ছুক সকল আবৃত্তি প্রশিক্ষণার্থীবৃন্দ নির্ধারিত স্থানে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান করা যাচ্ছে। ক্লাস উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) বিশিষ্ট আবৃত্তি শিল্পী মনির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রবর্তক আবৃত্তি সংসদের সভাপতি আবু কাউছার। এছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দসহ শহরের সংস্কৃতিকসেবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন