সদাহাস্যোজ্জল কৃপাল নারায়ণ চৌধুরীর পরলোকগমণ

263

স্টাফ রিপোর্র্টার : হ্মণবাড়িয়া পৌর ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী (৬৭) আজ সকাল ৮:৩০মিনিটে পূর্ব পাইকপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে পরলোকগমণ করেন। দীর্ঘকাল তিনি কিডনী ডায়ালাইসিস রোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামের এক জমিদার বাড়িতে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স শেষ করে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকেন। তিনি সাহিত্য একাডেমির উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। সাহিত্য একাডেমির হয়ে অনেক মঞ্চ নাটক ও পথনাটকে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন