ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার-

257

স্টাফ রিপোর্টার : রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো. হারুনুর রশিদ ও এএসআই হিমাংশু কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বাসুদেব ইউনিয়নস্থ কোড্ডা রেল ক্রসিং এর পাশে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবাসয়ী আলেক মিয়া (৪৮) কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দতাইসার গ্রামের (উত্তর পাড়া হাজী সিদ্দিক মিয়ার বাড়ির পাশে) মৃত বাসু মিয়ার ছেলে ।
সদর থানা পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবত উল্লেখিত এলাকায় মাদক ব্যবসা করিয়া এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্থানীয়ভাবে জানা যায়। উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৩৫, তারিখ-১২/০৯/২০১৯ইং ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন