ইবনে মনির হোসেন’র একগুচ্ছ কবিতা “তোমার আগুনেই পোড়াব “

275

 

তোমার আগুনেই পোড়াবে

বৃক্ষগুলো কাঠ হওয়ার বাসনায়

সৌখিন হয়ে উঠেছে

মাটিতে নেই সজীবতা, রুক্ষ্ণ তার মেজাজ

মাটিগুলো পাথর হয়ে দাঁড়ায়

মেরুদণ্ড সোজা করে

টোকা দিলে প্রতিধ্বনি হয় আজ!

এই তোমার আমার আধুনিকতা

কার্বনডাই-অক্সাইডে পুড়ছে গ্রাম

ফসলের মাঠ

আমরা এখনো পুড়িনি, পোড়াতে চাচ্ছি

জেনেশুনে ভুলে বসেছি এই আগুন’ই

আমাদের সাবাড় করবে শরবতের পেয়ালায়

তৃষ্ণার্ত পৃথিবী…

যখন বৃক্ষগুলো আর জন্মাবেনা!

মাছের ডানা নেই পাখি হয়ে উড়ে যাবে

তোমাদের শাসনের প্রাণের সন্ধানে

নদীতে যখন মাঠ হবে ধূ-ধূ বালুচর

এটা প্রতীক্ষা নয় অভিশাপ!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন