বিজয়নগর উপজেলায় প্রশাসনের উদ্যোগে পর্যটনের সম্ভাবনার মতবিনিময় সভা অনুষ্ঠিত

366

বিজয়নগর প্রতিনিধি টিপু চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পর্যটন সম্ভাবনার বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(৯ অক্টোবর) বুধবার বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহের নিগার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক( বাণিজ্যিক) মো. আব্দুস সামাদ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তারা মিয়া, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন