পণ্যে মূল্য তালিকা উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় তিন মুদি দোকানীকে জরিমানা

213

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যের মূল্য তালিকা ও পণ্যের উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় তিন মুদি দোকানিকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার ও জগৎবাজারে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব পঙ্কজ বড়ুয়া।

এ সময় পণ্যের মূল্য তালিকা ও পণ্যের উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তুলশী সাহা, আবুল কাশেম ও মাজেদুল নামে তিন মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন