ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মাদক মামলার আসামীর মৃত্যু

160

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার কারাগারে মাদক ও চাঁদাবাজী মামলার আসামীর মৃত্যু ঘটেছে। সোমবার আনুমানিক দুপুর ১২টায় মো. আজাদুল ইসলাম (২৮) নামে হাজতী আসামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কারা কর্মকর্তা মো. ইকবাল হোসেন নারীশিশু.কম’কে জানান, মো. আজাদুল ইসলাম আনুমানিক পোনে ১২টায় হঠাৎ বুক ব্যথায় চিৎকার করলে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মো. আজাদুল ইসলাম পুলিশ কনস্টেবল ছিলেন। গত ১৩ডিসেম্বর ২০১৯ সালে সদর মডেল থানায় তাকে মাদক ও চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন