আশুগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মো. সেয়দ হোসেন (৫৮) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেয়দ হোসেন আশুগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পূর্বকোদলা এলাকার মৃত মীর আহাম্মদের ছেলে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কনস্টেবল সৈয়দ হোসেনসহ পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা থেকে বগৈর এলাকার মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত এলাকায় রাত্রিকালীন দায়িত্ব পালনের জন্য মঙ্গলবার রাত ৮টার দিকে থানা থেকে বের হন। দায়িত্ব পালনরত অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে খড়িয়ালা বাসস্ট্যান্ডের কাছে মসজিদের টয়লেটে যাওয়ার পথে একটি দ্রæতগামী ট্রাক তাকে চাপা দিয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।