নাসিরনগরে করোনা আক্রান্ত রোগী নেই হোম কোয়ারেন্টাইন মুক্ত ১৭৬ জন

104

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : বিদেশ ফেরত ২২৩ জন হলেও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রবাসী ১৯৭ জনের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ করেছে ১৭৬ জন । বাকি ২৬ জনের হদিস পাওয়া যায়নি। তবে সর্বশেষ ২১ জন প্রবাসী বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম।
আবাসিক মেডিকেল অফিসার সাইফুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে বুধবার দুপুর পর্যন্ত ২১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। নাসিরনগরে কোন করোনা আক্রান্ত রোগী নেই। তবে ১৯৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে ১৪ দিন অতিবাহিত হওয়ায় হোম কোয়ারেন্টাইন থেকে ১৭৬ জন বেড়িয়ে পড়েছেন। আপাতত আতংকের কিছু নেই বলে তিনি সকলকে সতর্ক থাকতে পরার্মশ দেন। পাশাপাশি বাইরে থেকে আসা প্রবাসিদেরকে অনুরোধ করে হলেও অন্যের চিন্তা করে যেনো তারা কোয়ারেন্টাইনে থাকেন এই বিষয়টি নিয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন